Categories
Uncategorized

ভদন্ত উ পঞঞা জোত মহাথেরর মহাপ্রায়ণে বাংলাদেশ বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদের শোক প্রকাশ

ন‌মো বুদ্ধায়

সবার জ্ঞাতার্থে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদ‌য়ে বলছি,

আজ ১৩-০৪-২০২০ তা‌রি‌খ, সোমবার, দুপুর ১.৩০ টায় চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ‌দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্টাতা এবং শো‌য়েয়াংগ্য গইং বাংলা‌দে‌শ এর স‌র্বোচ্চ গুরু, খিয়ং ওয়া কিয়ং রাজবিহারের অধ্যক্ষ শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহা‌থের (গুরুভন্তে) ৬৫ বছর বয়‌সে (১৯৫৫-২০২০) মহাপ্রয়াণ লাভ ক‌রে‌ছেন।

উ‌ল্লেখ্য, গুরুভান্তে ভদন্ত উ পঞঞা জোত মহাথের গত শুক্রবার ১০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হন। ডাক্তারী ভাষায় যাকে বলে কার্ডিয়াক এরেস্ট। চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টা স্বত্ত্বেও অবস্থা জটিল আকার ধারণ করলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ বেলা ১.৩০ টায় তাঁর লাইফ সাপোর্ট খোলা হয়।

বুদ্ধ শাসনের ধারক ও বাহক, বাংলাদেশে সদ্ধ‌র্মের পুনঃজাগরণের প্রতীক গুরুভন্তে’র মহাপ্রয়া‌নে আমরা, শোকার্ত, বাকরুদ্ধ, মর্মাহত।

মহান আ‌লোকপুরুষ, বা‌র্মিজ সরকার কর্তৃক মহাসদ্ধম্ম‌জ্যো‌তিকাধ্বজ উপা‌ধি‌তে ভূ‌ষিত গুরুভ‌ন্তের মহাপ্রয়া‌নে আমরা তাঁর পর‌লৌ‌কিক সদগ‌তি কামনা কর‌ছি। পরম পূজনীয় গুরুভন্তে নির্বাণ সুখ লাভ করুক এ কামনা, প্রার্থনা কর‌ছি।

সাধু সাধু সাধু।।
শোকার্তেঃবাংলাদেশ বৌদ্ধ সমাজ উন্নয়ন পরিষদ(বিবিএসডিসি)

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started