


নিজে সচেতন হোন ,,,, অন্যকে সচেতন করে তুলুন,,,,,
এই প্রতিপাদ্য কে সামনে রেখে, বাঁশখালী মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, স্বাস্থ্যসম্মত বাঁশখালী গড়ার রূপকার, বাঁশখালী উপজেলা আওয়ামী পরিবারের একমাত্র অভিভাবক জনতার জননন্দিত প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম. পি মহোদয় এর নির্দেশে ক্যারিয়ার ভিশনের” উদ্যোগে
৭নং সরল ইউনিয়নের বিভিন্ন জায়গায়
করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয় ।
উপস্থিত ছিলেনঃ- ৭নং সরল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব রশিদ আহমদ চৌধুরী। ক্যারিয়া ভিশনের ডাইরেক্টর চট্টগ্রাম জজকোর্ট এর এপিপি তরুণ্যের আইডল
এডভোকেট রায়হাদ চৌধুরী(রণি),ভাই। ও সরকারি আলাওল কলেজের ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল। যুবলীগ নেতা জসিম উদ্দিন। আলমগীর, জহির, মোস্তাক, সহ আরো অনেকেই এতে উপস্থিত ছিলেন।
‘সচেতনতাই রুখে দিতে পারে করোনাকে”…….