


১৪ই এপ্রিল,২০২০ইংরেজি
শেখেরখীল এলাহী বখ্স সড়ক অথাৎ নাপোড়া বাজার হতে মৌলভী বাজার পর্যন্ত শুভ উদ্বোধন করেন, বাঁশখালীর উন্নয়নের রূপকার, প্রাণপ্রিয় নেতা, মাননীয় সংসদ সদস্য অালহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি. মহোদয় ও যার অান্তরিক প্রচেষ্টায় শেখেরখীল বাসীর স্বপ্ন সত্যিতে বাস্তবায়ন হয়েছে,শেখেরখীল বাসীর অাস্থার শেষ ঠিকানা, শেখেরখীল উন্নয়নের কান্ড়ারি জননেতা মোহাম্মদ ইয়াছিন চেয়ারম্যান মহোদয়।
উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা অাওয়ামীলীগের সেক্রেটারি জনাব অধ্যাপক আবদুল গফুর, চাম্বলের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা ও সফল চেয়ারম্যান অালহাজ্ব মুজিবুল হক চৌধুরী , বাহারচড়া সম্মানিত চেয়ারম্যান ও বাঁশখালী যুবলীগের সভাপতি জনাব তাজুল ইসলাম, শীলকূপের সাবেক সম্মানিত চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।