Categories
Uncategorized

৭ ই মার্চের আলোচনা সভায় চট্টগ্রাম-১৬ আসনের সাংসদের কঠিন হুশিয়ারি।

৭ ই মার্চ উপলক্ষে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি যারা দুর্নীতি করে তাদের প্রতি কঠিন হুঁশিয়ারি দেখিয়েছেন। তিনি আরো বলেন আমি কোনদিন দুর্নীতি করি নাই এবং কাউকে করতেও দিব না।

আজ শনিবার (৭ মার্চ) বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অধ্যাপক শেখ ফরিদুল আলম, অধ্যাপক বিকাশ রঞ্জন ধর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,
উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরওয়ার কামাল, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. আ.ন.ম. শাহাদত আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যানও সরল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রশিদ আহমদ চৌধুরী, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশীদ, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, ভূপাল বড়ুয়া, তপন দাশগুপ্ত, এড. তোফাইল বিন হোছাইন, মো. হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসাইন, নাঈমুদ্দিন মাহফুজ, মিজান সিকদার, ইমরুল হক চৌধুরী ফাহিম,মিজানুর রহমান তালুকদার, আতিকুর রহমান টিপু, শহিদুল আলম, সাইদুর রহমান, মোহাম্মদ রুবেল, জামিল হাসান সজীব, নিউটন দে, প্রমুখ।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started